পাকিস্তানের নতুন অধিনায়ক সাদাব খান
সবুজদেশ ডেস্কঃ
পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের শুরু থেকেই একের পর ঝামেলা লেগেই আছে। কোয়ারেন্টিন বিধি ভেঙে সমালোচনার শিকার হন পাকিস্তানের ক্রিকেটাররা। হারান অনুশীলনের সুযোগ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড দিয়েছিল দেশে ফেরত পাঠানোর হুমকিও। গুরুত্বপূর্ণ সময়ে অনুশীলন করতে না পারায় এমনিতেই কিছুটা পিছিয়ে সফরকারীরা। এরই মধ্যে বড় দুঃসংবাদ পাকিস্তান শিবিরে। অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে ব্যাথা পেয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দেশটির সেরা ব্যাটসম্যান খেলতে পারবেন না টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ড সফরে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলবে পাকিস্তান।১৮ই ডিসেম্বর অকল্যান্ডে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হবে মিসবাহ উল হকের দলের। নিয়মিত অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক শাদাব খান। ২২ বছর বয়সী এই অলরাউন্ডারও ভুগছেন ইনজুরিতে। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, শাদাবের ইনজুরি গুরুতর নয়। খেলতে পারবেন টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ড সফরেই প্রথমবারের মতো টেস্ট সিরিজে নেতৃত্ব পেয়েছেন বাবর আজম। ২৬শে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে অধিনায়ককে পাওয়ার আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।