ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে আদালতের সামনে বোমা বিস্ফোরণে নিহত ১২

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৭:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে।

 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আদালতের বাইরে সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটেছে। এতে ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে এই বিষয়ে হাসপাতালে কথা বলেছেন।

মন্ত্রী জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট দাঁড়িয়ে ছিল। হামলাকারী প্রথমে আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরে তা করতে না পেরে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

আক্রমণকারীকে শনাক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে নকভি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা তাকে শনাক্ত করব। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি তদন্ত করছি। এটি কেবল আরেকটি বোমা হামলা নয়। এটি ঠিক ইসলামাবাদে ঘটেছে।”

সবুজদেশ/এসএএস

Tag :

পাকিস্তানে আদালতের সামনে বোমা বিস্ফোরণে নিহত ১২

Update Time : ০৭:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ডন অনলাইন।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি আদালতের বাইরে সংবাদমাধ্যমকে জানান, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৯ মিনিটে একটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ ঘটেছে। এতে ১২ জন নিহত এবং প্রায় ২৭ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ব্যক্তিগতভাবে এই বিষয়ে হাসপাতালে কথা বলেছেন।

মন্ত্রী জানান, হামলাকারী আদালতের বাইরে প্রায় ১২ মিনিট দাঁড়িয়ে ছিল। হামলাকারী প্রথমে আদালতের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পরে তা করতে না পেরে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।

আক্রমণকারীকে শনাক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে নকভি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা তাকে শনাক্ত করব। আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি তদন্ত করছি। এটি কেবল আরেকটি বোমা হামলা নয়। এটি ঠিক ইসলামাবাদে ঘটেছে।”

সবুজদেশ/এসএএস