‘পাখি মারার মজাই আলাদা’
সাতক্ষীরা প্রতিনিধিঃ
পাখি মারার মজাই আলাদা। আজ ৮টি ঘুঘু পাখি মেরেছি। শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটু মজা করলাম। এভাবেই পাখি মারার পর অনুভূতি প্রকাশ করেন শিকারী মোস্তাফিজুর রহমান।
শনিবার নিজের মোস্তাফিজুর রহমান নামের ফেসবুকে পাখি মারার পর বন্দুকহাতে দাঁড়িয়ে নিজের ছবি প্রকাশ করেন তিনি। সেখানে তিনি ক্যাপশানে লেখেন, পাখি মারার মজাই আলাদা।
ফেসবুকের সুত্রধরেই যোগাযোগ করা হয় এই পাখি শিকারীর সঙ্গে। ফেসবুকের তার ভিজিটিং কার্ডের একটি ছবিতে পরিচয় পাওয়া যায়। সেখানে তিনি, গাড়ি ভাড়া দেওয়া হয় এবং ক্রয় বিক্রয় করা হয়, মগবাজার, ঢাকা।
সাংবাদিক পরিচয় গোপন করে গাড়ি ক্রয়ের বিষয়ে কথা বলতেই তিনি বলেন, সব ধরণের গাড়ি রয়েছে। আপনি যা চাইবেন সেটিই দেওয়া যাবে। আমি ঢাকাতে যাচ্ছি বিস্তারিত পরে জানাবো।
তখন ফেসবুকে পাখি শিকারের বিষয়ে জানতে চাইলে বলেন, আমার পাখি শিকারের সখ রয়েছে। সাতক্ষীরা কাটিয়া আমতলায় আমার বাড়ি। শ্বশুর বাড়িতে গিয়ে আজ ৮টি ঘুঘু পাখি ধরেছি। ছবি দিয়েছি ফেসবুকে। এভাবেই কথা বলতে থাকেন মোস্তাফিজুর রহমান।
এরপর সাংবাদিক পরিচয় দিতেই তিনি বলেন, কোন পাখি শিকার করিনি। বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে ফোনকল রিসিভ করেননি।