ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাচারকালে ১৮টি সোনার বারসহ চোরাকারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৮টি সোনার বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার বারের ওজন দুই কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এ সময় পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এসব সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা সোনার দাম এক কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।

Tag :

পাচারকালে ১৮টি সোনার বারসহ চোরাকারবারি আটক

Update Time : ১০:৪৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

সাতক্ষীরাঃ

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১৮টি সোনার বার জব্দ করেছে বিজিবি। জব্দ করা সোনার বারের ওজন দুই কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এ সময় পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামক স্থান থেকে এসব সোনার বারসহ তাকে আটক করা হয়। আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দুর্গা চরণ সরকারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দ করা সোনার দাম এক কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।