ঢাকা ১০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পাঞ্জশির ঘিরে রেখেছে তালেবান, রাশিয়ার সাহায্য চান মাসুদ বাহিনী

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে।

আহমাদ মাসুদ। ফাইল ছবি

সবুজদেশ ডেস্কঃ

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা ঘিরে রেখে তালেবান যোদ্ধারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন তাজিক নেতা আহমাদ মাসুদ ও তার বাহিনী। এই অবস্থায় তালেবানের সঙ্গে জরুরি শান্তি আলোচনা ও নিরাপদ অঞ্চল তৈরিতে মধ্যস্থতা করতে রাশিয়ার সাহায্য চেয়েছেন তালেবান প্রতিরোধ আন্দোলনের এ প্রধান নেতা।  

রাশিয়ার মিডিয়া গ্রুপ আরবিকে’কে দেওয়া এক সাক্ষৎকারে তালেবান প্রতিরোধ আন্দোলনের প্রধান আহমাদ মাসুদ বলেন, আমি আশা করছি সংহিসতা বৃদ্ধির আগে রাশিয়া তা প্রতিরোধ করে সাহায্য করবে। 

তিনি বলেন, যারা আফগানিস্তান ত্যাগ করতে পারছে না, তাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়, রাশিয়াসহ আঞ্চলিক শক্তিগুলো তালেবানকে চাপ দিতে পারে। এমন একটি অঞ্চল থাকতে পারে, যেখানে তারা শান্তি আলোচনার ফলাফল না আসা পর্যন্ত থাকতে পারে।

মাসুদ বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি শান্তি আলোচনাই একমাত্র সমাধান। কিন্তু পাঞ্জশির উপত্যকায় কিছু সামরিক কূটচাল এবং প্রস্তুতি আছে, আমরাও আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি, যোগ করেন মাসুদ।

আফগানিস্তানে গত ৫০ বছর ধরে যুদ্ধ চলছে স্মরণ করিয়ে তিনি বলেন, দেশে শান্তি এবং আলোচনা প্রয়োজন।  

তিনি আরও বলেন, তালেবান আলোচনার জন্য খোলাখুলি কথা বলেছে। এটি তার দলের জন্য ‘উৎসাহজনক’ বলেও তিনি মন্তব্য করেন।

মাসুদ বলেন, এখন যা বিষয় তা হলো অন্তর্ভুক্ত হওয়া। যদি সরকার অন্তর্ভুক্ত হয়, আমরা ভবিষ্যতের জন্য আশা দেখতে পারি। অন্যথায়, রাষ্ট্র গঠন করতে নতুন ব্যর্থ চেষ্টা।  

সূত্র: ইয়েনি শাফাক

Tag :
জনপ্রিয়

পাঞ্জশির ঘিরে রেখেছে তালেবান, রাশিয়ার সাহায্য চান মাসুদ বাহিনী

Update Time : ০৭:২৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

সবুজদেশ ডেস্কঃ

আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকা ঘিরে রেখে তালেবান যোদ্ধারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন তাজিক নেতা আহমাদ মাসুদ ও তার বাহিনী। এই অবস্থায় তালেবানের সঙ্গে জরুরি শান্তি আলোচনা ও নিরাপদ অঞ্চল তৈরিতে মধ্যস্থতা করতে রাশিয়ার সাহায্য চেয়েছেন তালেবান প্রতিরোধ আন্দোলনের এ প্রধান নেতা।  

রাশিয়ার মিডিয়া গ্রুপ আরবিকে’কে দেওয়া এক সাক্ষৎকারে তালেবান প্রতিরোধ আন্দোলনের প্রধান আহমাদ মাসুদ বলেন, আমি আশা করছি সংহিসতা বৃদ্ধির আগে রাশিয়া তা প্রতিরোধ করে সাহায্য করবে। 

তিনি বলেন, যারা আফগানিস্তান ত্যাগ করতে পারছে না, তাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়, রাশিয়াসহ আঞ্চলিক শক্তিগুলো তালেবানকে চাপ দিতে পারে। এমন একটি অঞ্চল থাকতে পারে, যেখানে তারা শান্তি আলোচনার ফলাফল না আসা পর্যন্ত থাকতে পারে।

মাসুদ বলেন, আমি আন্তরিকভাবে বিশ্বাস করি শান্তি আলোচনাই একমাত্র সমাধান। কিন্তু পাঞ্জশির উপত্যকায় কিছু সামরিক কূটচাল এবং প্রস্তুতি আছে, আমরাও আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছি, যোগ করেন মাসুদ।

আফগানিস্তানে গত ৫০ বছর ধরে যুদ্ধ চলছে স্মরণ করিয়ে তিনি বলেন, দেশে শান্তি এবং আলোচনা প্রয়োজন।  

তিনি আরও বলেন, তালেবান আলোচনার জন্য খোলাখুলি কথা বলেছে। এটি তার দলের জন্য ‘উৎসাহজনক’ বলেও তিনি মন্তব্য করেন।

মাসুদ বলেন, এখন যা বিষয় তা হলো অন্তর্ভুক্ত হওয়া। যদি সরকার অন্তর্ভুক্ত হয়, আমরা ভবিষ্যতের জন্য আশা দেখতে পারি। অন্যথায়, রাষ্ট্র গঠন করতে নতুন ব্যর্থ চেষ্টা।  

সূত্র: ইয়েনি শাফাক