ফাইল ফটো

রাজবাড়ীঃ

ঈদে নাড়ির টানে ঘরে ফিরছেন মানুষ। শেষ সময়ে পাটুরিয়া নৌ-রুটে যানবাহনের ব্যাপক চাপ রয়েছে। আর এই ঘাটের বিপরীতে দৌলতদিয়ায় রয়েছে যাত্রীদের নামার জন্য চাপ।

শনিবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখোদের প্রচণ্ড ভিড়। ভোর থেকেই বাড়ছে ছোট গাড়ির সংখ্যা। লঞ্চ পারাপারেও রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়।

ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও অতিরিক্ত যানবাহন এবং যাত্রীর চাপে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। সকাল থেকে পাটুরিয়া ঘাটে ৬ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট শাখার এজিএম জিল্লুর রহমান জানান, শেষদিকে যাত্রীদের চাপ রয়েছে। এই নৌ-রুটে ছোট-বড় ২০টি ফেরি এবং ৩৩টি লঞ্চ চলাচল করছে।

নদী পারের অপেক্ষায় ছোট-বড় মিলে ৬ শতাধিক গাড়ি রয়েছে বলেও জানান তিনি।

নদীতে স্রোত বেশি থাকায় ফেরি পার হতে সময় নিচ্ছে। আশা করছি, বৈরি আবহাওয়া না হলে ঠিক সময়েই সবাই গন্তব্যে যেতে পারবেন।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চঘাটের সুপার ভাইজার মহম্মদ আলী জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ২২টি লঞ্চ যাত্রী পারাপার করছে। পাটুরিয়া থেকে লঞ্চ আসার পর দৌলতদিয়া ঘাটে চাপ বাড়ছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here