পানগুছি নদী থেকে ৩ মন নিষিদ্ধ জাটকাসহ ট্রলার আটক
বাগেরহাটঃ
বাগেরহাটের পানগুছি নদী থেকে নিষিদ্ধ জাটকা ইলিশসহ একটি ফিসিং ট্রলার আটক করেছে কোস্ট গার্ড। শনিবার ভোররাতে ৩ মন জাটকা ইলিশ নিয়ে ট্রলারটি পানগুছি নদী দিয়ে বাগেরহাট সদরের দিকে যাচ্ছিল ।
কোস্টগার্ডের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম জানান, সুন্দরবনের দুবলার চর এলাকা থেকে একটি ট্রলার নিষিদ্ধ জাটকা ইলিশ নিয়ে বাগেরহাট যাচ্ছে, এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ৩ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
এঘটনায় এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. রমজান আলী ও আড়তদার বাগেরহাটের ইসরাফিল সরদারকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মোরেলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কোস্ট গার্ড মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. আব্দুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন। ট্রলার থেকে উদ্ধার হওয়া জাটকা বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।