ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় চিকিৎসক ও নার্সসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

Reporter Name

পাবনা প্রতিনিধিঃ

পাবনায় চিকিৎসক ও নার্সসহ আরও ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে  পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন সিনিয়র নার্স , একজন ল্যাব এসিষ্ট্যান্ট (এমটি ল্যাব) ও তিন জন রোগী রয়েছেন। এক রোগীর বাড়ি পাবনা সদর উপজেলায় আর দু’জন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ।
পাবনায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। আক্রান্তের বাকি দু’জন চাটমোটর উপজেলার বাসিন্দা।  

মঙ্গলবার (২৮ এপ্রিল)  দুপুরে পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকসাদ আল মাসুর আনন জানান, কয়েকদিন আগে একজন রোগী স্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছিলেন। একদিন হাসপাতালে থেকে তিনি পাবনা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসা নেন। সেখানে তার  করোনা পজিটিভ আসে। ওই রোগীর চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই রোগী তথ্য গোপন করেছেন বলে মনে করেন না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ তখন পর্যন্ত ওই রোগী বা কেউই জানতেন না তিনি করোনায় আক্রান্ত।

এর আগে পাবনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় চাটমোহর উপজেলার বামনগ্রামের নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২)। গত ১৬ এপ্রিল রাতে তার নমূনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পরে একই উপজেলায় আরও ১ জন নারায়নগঞ্জ ফেরত ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়।

এদিকে পাবনার ভাঙ্গুড়ায় এক দম্পতি করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়েছেন। তারা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  মল্লিকচক গ্রামের বাসিন্দা। তারা কয়েকদিন আগে গাজীপুর থেকে গ্রামে আসেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।  

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানান, এ দম্পতি দীর্ঘদিন গাজীপুরে একটি  বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।  তারা দু’জন গাজীপুর থেকে ট্রাক যোগে পালিয়ে গত ১৭ এপ্রিল রাতে বাড়ি আসেন। পরে তাদের শরীরে জ্বর দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা শনাক্তে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। সোমবার রাতে জানা যায় তারা করোনায় আক্রান্ত।

এছাড়াও পাবনার সুজানগর উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়। তবে তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে ঢাকায় পাঠানো হয় এবং আক্রান্ত হিসেবে ঢাকায় তালিকাভূক্ত হন।

About Author Information
আপডেট সময় : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
৩২৯ Time View

পাবনায় চিকিৎসক ও নার্সসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় : ০৪:৩৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

পাবনা প্রতিনিধিঃ

পাবনায় চিকিৎসক ও নার্সসহ আরও ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে  পাবনা জেনারেল হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক, একজন সিনিয়র নার্স , একজন ল্যাব এসিষ্ট্যান্ট (এমটি ল্যাব) ও তিন জন রোগী রয়েছেন। এক রোগীর বাড়ি পাবনা সদর উপজেলায় আর দু’জন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ।
পাবনায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। আক্রান্তের বাকি দু’জন চাটমোটর উপজেলার বাসিন্দা।  

মঙ্গলবার (২৮ এপ্রিল)  দুপুরে পাবনার সিভিল সার্জন মেহেদী ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা জেনারেল হাসপাতালের আরএমও ডা. আকসাদ আল মাসুর আনন জানান, কয়েকদিন আগে একজন রোগী স্বাসকষ্টজনিত রোগে ভর্তি হয়েছিলেন। একদিন হাসপাতালে থেকে তিনি পাবনা জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসা নেন। সেখানে তার  করোনা পজিটিভ আসে। ওই রোগীর চিকিৎসা কাজে নিয়োজিত চিকিৎসক ও নার্স করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই রোগী তথ্য গোপন করেছেন বলে মনে করেন না হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ তখন পর্যন্ত ওই রোগী বা কেউই জানতেন না তিনি করোনায় আক্রান্ত।

এর আগে পাবনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় চাটমোহর উপজেলার বামনগ্রামের নারায়নগঞ্জ ফেরত যুবক (৩২)। গত ১৬ এপ্রিল রাতে তার নমূনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। পরে একই উপজেলায় আরও ১ জন নারায়নগঞ্জ ফেরত ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়।

এদিকে পাবনার ভাঙ্গুড়ায় এক দম্পতি করোনাভাইরাস রোগে আক্রান্ত হয়েছেন। তারা উপজেলার মন্ডতোষ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের  মল্লিকচক গ্রামের বাসিন্দা। তারা কয়েকদিন আগে গাজীপুর থেকে গ্রামে আসেন। মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগ সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন।  

উপজেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় সূত্র জানান, এ দম্পতি দীর্ঘদিন গাজীপুরে একটি  বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।  তারা দু’জন গাজীপুর থেকে ট্রাক যোগে পালিয়ে গত ১৭ এপ্রিল রাতে বাড়ি আসেন। পরে তাদের শরীরে জ্বর দেখা দিলে উপজেলা স্বাস্থ্য বিভাগ করোনা শনাক্তে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে। সোমবার রাতে জানা যায় তারা করোনায় আক্রান্ত।

এছাড়াও পাবনার সুজানগর উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়। তবে তিনি ঢাকার বাসিন্দা হওয়ায় তাকে সঙ্গে সঙ্গে ঢাকায় পাঠানো হয় এবং আক্রান্ত হিসেবে ঢাকায় তালিকাভূক্ত হন।