পারের অপেক্ষায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘলাইন
রাজবাড়ীঃ
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের অপেক্ষায় রয়েছে প্রায় সহস্রাধিক যানবাহন।
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকা এবং বিশ্ব ইজতেমার কারণে ঘাটে অতিরিক্ত বাসের চাপ থাকায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যা পর্যন্ত দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত দুই সারিতে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় সাত শতাধিক যানবাহন নদী পারের জন্য অপেক্ষা করছে।
অপরদিকে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে নদী পারের জন্য অপেক্ষা করছে প্রায় তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। এ ট্রাকগুলো প্রায় ২০-২৪ ঘণ্টা ধরে সড়কেই অপেক্ষা করছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় এবং বিশ্ব ইজতেমার কারণে ঘাটে অতিরিক্ত বাসের চাপ থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
পুনরায় কুয়াশা কিংবা অন্য কোনো কারণে ফেরি বন্ধ না হলে রাতের মধ্যেই সব যানবাহন পার হয়ে যাবে বলে তিনি জানান।