নিজস্ব প্রতিবেদকঃ

ইংল্যান্ডে চলছে দুটি বিশ্বকাপ। একটি পেশাদার ক্রিকেটারদের অন্যটি অপেশাদারদের। ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশ গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও পার্লামেন্টারি ওয়ার্ল্ডকাপে আফ্রিকাকে ২১ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ সংসদ সদস্য দল।

বৃহস্পতিবার ইংল্যান্ডের ব্লাকহিল্ড মাঠে গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ সংসদ সদস্য দল টসে  জিতে ব্যাট করার স্বিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৫ ওভারের খেলায় বাংলাদেশ সংসদ সদস্য দল ৪ ইউকিট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। এরপর ১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা সংসদ সদস্য দল ৬ ইউকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে।  

বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। ১২ জুলাই হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল হবে কেন্টের বেকেনহাম ক্রিকেট ক্লাব মাঠে।

বাংলাদেশ সংসদীয় দলে যারা আছেন: মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি (পররাষ্ট্র প্রতিমন্ত্রী), মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি (ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী), নাজমুল হাসান পাপন এমপি (বিসিবি সভাপতি), আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি (চেয়ারম্যান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়), এ এম নাইমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ-১), নাহিম রাজ্জাক এমপি (শরীয়তপুর-৩), জুয়েল আরেঙ এমপি (ময়মনসিংহ-১), আনোয়ারুল আজিম (আনার) এমপি (ঝিনাইদহ-৪), জুনায়েদ আহমেদ পলক এমপি (তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী), শেখ তন্ময় এমপি (বাগেরহাট-২), ছোট মনির এমপি (টাঙাইল-২), আনোয়াারুল আবেদিন খান তুহিন এমপি (ময়মনসিংহ-৯), নুরুন্নবী চৌধুরী এমপি (ভোলা-৩), মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি (ফরিদপুর-৪), আহসান আদেলুর রহমান আদিল এমপি (নীলফামারী-৪), মোহাম্মদ সানোয়ার হোসেন এমপি (টাঙাইল-৫), মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল এমপি (নাটোর-২), ফাহিম গুলান্দাজ বাবেল এমপি (ময়মনসিংহ-১০), মোহাম্মদ আয়েন উদ্দিন এমপি (রাজশাহী-৩) এবং ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি এমপি (গাইবান্ধা-১)।

এসএএস

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here