পা দু’টাকে বলি তৈরি হো, কারণ আমি আবার মাঠে নামব: মাশরাফি
nhsuclM মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র। তার হাত ধরেই ক্রিকেটে অনেক বড় বড় অর্জন এসেছে টাইগারদের। আর মাশরাফিও দেশের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট তুলে নিয়ে স্পর্শ করেছেন ২৫০ উইকেটের মাইলফলক। প্রথম কোনও বাংলাদেশি বোলার হিসেবে তিনি এ অর্জন করেছেন ওয়ানডে ক্রিকেটে।
এ মাইলফলক স্পর্শের পর ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। তা হুবহু তুলে ধরা হল-
মাশরাফি লিখেন- ‘দেখতে দেখতে অনেকটা পথ পার হয়ে আসলাম। ২০০১ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেছিলাম, তখন মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন খেলব দেশের জন্য খেলব। কিন্ত মাঝ পথে বার বার পা দু’টা সঙ্গ ছেড়ে দিচ্ছিল। যতবার ইনজুরিতে পরেছি ততবার মনে হয়েছে এবার মনে হয় আর পারবো না। কিন্ত যখনি গ্যালারি ভর্তি মানুষের চিৎকার শুনি, তখনি পা দু’টাকে বলি তৈরী হো, কারন আমি আবার মাঠে নামব। যেকোনো প্রাপ্যই অনেক আনন্দের। আজ আমি ওয়ানডে ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলাম। এটা সম্ভব হয়েছে আপনাদের ভালবাসার জন্য। তাই আপনাদের সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে যেতে চাই আরো অনেকটা পথ। দোয়া করবেন সবাই।’
(মাশরাফির ফেসবুক পেজ থেকে সংগৃহীত)