পিসিবির নতুন যে দায়িত্বে থাকতে পারেন রমিজ রাজা
সবুজদেশ ডেস্কঃ
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জোর গুঞ্জন ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজা। বুধবার এহসান মানির তিন বছরের মেয়াদ শেষে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক অধিনায়ক রমিজ রাজা।
কিন্তু পিসিবির চেয়ারম্যান এহসান মানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করে বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অধিনায়ককে বোঝালেন দেশের ক্রিকেটের উন্নয়নে এ মুহূর্তে তাকে প্রয়োজন। এতে এহসান মানির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
এহসান মানি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইমরান খানকে অবহিত করেন। মানি বুঝান অক্টোবের আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া, তার আগে ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শীর্ষ দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। নতুন ঘরোয়া কাঠামো বাস্তবায়ন এবং পাকিস্তান সুপার লিগের আর্থিক মডেল সংশোধন করাসহ অনেক কাজ হাতে আছে।
ক্রিকেট পাকিস্তান ডটকম সূত্রে জানা যায়, রমিজ রাজা পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব না পেলেও সাবেক এই অধিনায়ককে বোর্ড অব গভর্নরস মনোনীত করা হতে পারে। তবে এমনও হতে পারে ৭৬ বছর বয়সী এহসান মানি পদত্যাগও করতে পারেন।
প্রসঙ্গত, পাকিস্তানের সাবেক অনেক ক্রিকেটারই প্রধানমন্ত্রী ইমরান খানকে একজন ক্রিকেটারকে পিসিবি চেয়ারম্যান হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছিলেন।