পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার রুবেল
সবুজদেশ ডেস্কঃ
পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন। রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রুবেলের স্ত্রী দোলা হোসেনের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।
সন্তান জন্মের খবর নিজের ফেসবুক পেইজে নিজেই দিয়েছের রুবেল। মায়ের সাথে সদ্যজাত সন্তানের ছবি দিয়ে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আল্লাহ্ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দু’য়া করবেন।’
নিজের বাবা হওয়ার খবর আগেই দিয়েছিলেন রুবেল হোসেন। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে তাকার জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে ছুটি নিয়ে রেখেছিলেন তিনি। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ ও টেস্টে স্কোয়াডে তাকে রাকা হয়নি।
অবশ্য ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে ডানহাতি এ পেসারের।