পুুকরে গ্যাস ট্যাবলেটে ১০ লাখ টাকার মাছ ধ্বংস
পাবনাঃ
পাবনার সুজানগর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর সাহেবুল হাসানের ৪ বিঘা আয়তনের পুকুরে দুবৃর্ত্তরা শনিবার (৪ জানুয়ারি) ভোর রাতে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে বলে কাউন্সিলর দাবি করেন। তার পুকুরটি পৌর সদরের ভবানীপুর এলাকায় অবস্থিত।
ক্ষতিগ্রস্থ মাছ চাষি ও পৌর কাউন্সিলর সাহেবুল হাসান জানান, তার পুকুরটি ৫ বছরের জন্য লিজ নেয়া। তিনি বছরখানেক আগে ৪ বিঘা আয়তনের এ পুকুরটি স্থানীয় আজাদ হোসেনের কাছ থেকে লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তার পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। ভোর রাতের দিকে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
ক্ষতিগ্রস্থ পৗর কাউন্সিলর জানান, এতে তার প্রায় সব মিলিয়ে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সুজানগর থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।