খুলনাঃ

খুলনায় অতিরিক্ত মদ্যপানে আপন ২ ভাইসহ ৫ জনের মৃত্যু হয়েছে। পূজায় আনন্দ করতে গিয়ে অতিরিক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তারা হলেন- নগরীর গল্লমারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯) ও তাপস (৩২), ভৈরব টাওয়ার এলাকার মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), রূপসা উপজেলার রাজাপুর এলাকার পরিমল ও নগরীর গ্যালাক্সোর মোড় এলাকার প্রদীপ শীলের ছেলে সুজন শীল (২৬)।

এ ছাড়া অতিরিক্ত মদ্যপানে অসুস্থ অমিত শীল (৪০) ও দ্বীপ্ত নামে দু’জন খুমেক হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে অমিতকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তাদের লাশ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর ও ডা. ওমর ফারুক জানান, মৃতরা ও তাদের সঙ্গীরা দুর্গাপূজার বিজয়া দশমীতে আনন্দ উপভোগ করতে গিয়ে অতিরিক্ত মদ পান করেছিলেন। তারা অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

অতিরিক্ত মদ্যপানকারীদের মধ্যে ৪ জন বুধবার সকাল থেকে দুপুর ১২টার মধ্যে বিভিন্ন সময়ে ও একজন মঙ্গলবার গভীর রাতে মারা যান বলে তারা জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here