ঝিনাইদহ থেকে প্রকাশিত সাপ্তাহিক দুরন্ত প্রকাশ পত্রিকার অনলাইন ভার্সনে গতকাল ২২ জুলাই ‘ঝিনাইদহে দুই আইনজীবীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মুলত ঝিনাইদহের সাংবাদিক মিরাজ জামান রাজ’র ঝিনাইদহ আদালতে আমাদের মক্কেলের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলা করেছে। সেই মামলার বিবাদীপক্ষের আইনজীবী আজিজুর রহমান (৪) ও সেলিনা খাতুন। মামলায় বিবাদী পক্ষের সাথে আইনী লড়াইয়ে টিকতে না পেরে মিরাজ জামান রাজ ওই অনলাইন পত্রিকায় আমাদের নামে ভুয়া, অসত্য তথ্য নিয়ে নিউজ করিয়েছে। আমাদের মান ক্ষুন্ন করার জন্য উদ্দেশ্যেপ্রণোদিত ভাবে এ সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
এ্যাড. আজিজুর রহমান (৪) ও এ্যাড. সেলিনা খাতুন