ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে।

যশোরঃ

বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় মান্না নামে এক যুবকের বিরুদ্ধে প্রতিবন্ধী এক ছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যায় ভবেরবেড় এলাকার পশ্চিমপাড়া রেলওয়ে বস্তিতে ঘটে।

রোববার (০৬ জুন) কিশোরীর মা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মান্না ভবারবেড় গ্রামের সোহরাব গাজীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

ভুক্তভোগী সপ্তম শ্রেণির ছাত্রী মেয়েটি জানায়, সন্ধ্যার সময় টিউবয়েলের পাশ থেকে মান্না তার মুখ চেপে ধরে তার ফুপু ছায়রা বেগমের ঘরে নিয়ে যায়। চিৎকার করলে তাকে গলা টিপে মেরে ফেলারও হুমকি দেয়। পাশের বাড়ির ময়না নামে একজন তাদের কথা শুনতে পেয়ে লোকজন ডেকে আনে। ওইসময় মান্না তাকে একটি চালের ড্রামে ঢুকিয়ে দেয়।
মেয়েটি বলে, ‘আমার শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হলে ড্রাম থেকে বের হয়ে সবাইকে ঘটনা বলে দিই।’

কিশোরীর মা বলেন, ‘মেয়েকে বাড়িতে রেখে অসুস্থ শ্বশুরকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। আমার মেয়ের সাথে এমন আচরণ করে আবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে এলাকার গণ্যমান্যরা আশ্বাস দিলেও বিচার না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে রোববার দুপুরে অভিযুক্ত ও ভিকটিমের বাড়িতে পরিদর্শন করা হয়েছে। ছেলেটি পলাতক, তাকে আটকে অভিযান চলছে।

সবুজদেশ/এসইউ

Tag :

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

Update Time : ০৮:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

যশোরঃ

বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় এলাকায় মান্না নামে এক যুবকের বিরুদ্ধে প্রতিবন্ধী এক ছাত্রীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যায় ভবেরবেড় এলাকার পশ্চিমপাড়া রেলওয়ে বস্তিতে ঘটে।

রোববার (০৬ জুন) কিশোরীর মা বেনাপোল পোর্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মান্না ভবারবেড় গ্রামের সোহরাব গাজীর ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

ভুক্তভোগী সপ্তম শ্রেণির ছাত্রী মেয়েটি জানায়, সন্ধ্যার সময় টিউবয়েলের পাশ থেকে মান্না তার মুখ চেপে ধরে তার ফুপু ছায়রা বেগমের ঘরে নিয়ে যায়। চিৎকার করলে তাকে গলা টিপে মেরে ফেলারও হুমকি দেয়। পাশের বাড়ির ময়না নামে একজন তাদের কথা শুনতে পেয়ে লোকজন ডেকে আনে। ওইসময় মান্না তাকে একটি চালের ড্রামে ঢুকিয়ে দেয়।
মেয়েটি বলে, ‘আমার শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হলে ড্রাম থেকে বের হয়ে সবাইকে ঘটনা বলে দিই।’

কিশোরীর মা বলেন, ‘মেয়েকে বাড়িতে রেখে অসুস্থ শ্বশুরকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করাচ্ছি। আমার মেয়ের সাথে এমন আচরণ করে আবার বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে এলাকার গণ্যমান্যরা আশ্বাস দিলেও বিচার না পেয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

বেনাপোল পোর্ট থানার এসআই সোহেল হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়ে রোববার দুপুরে অভিযুক্ত ও ভিকটিমের বাড়িতে পরিদর্শন করা হয়েছে। ছেলেটি পলাতক, তাকে আটকে অভিযান চলছে।

সবুজদেশ/এসইউ