প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশনের অনুদান
ঢাকাঃ
দেশে বিদ্যমান করোনা পরিস্থিতিতে এগিয়ে এসেছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সদস্যদের এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছে সংগঠনটি।
বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই অনুদানের চেক জমা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস অনুদানের চেকটি গ্রহণ করেন।
চেক প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি কর কমিশনার মো. রেজাউল করিম চৌধুরী, মহাসচিব যুগ্ম কর কমিশনার মোহাম্মাদ ফজলে আহাদ কায়সার ও কোষাধ্যক্ষ অতিরিক্ত কর কমিশনার মো. কবির উদ্দিন মোল্লা।
মো. রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক দিনের বেতনের অর্থ দেওয়া ছাড়াও অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে পিপিই বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
অ্যাসোসিয়েশনের বর্তমান সদস্য সংখ্যা ৬৬৩ জন।