প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষে কালীগঞ্জে আনন্দ মিছিল
নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ২৪ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যশোরে আগমন উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ দিন যশোরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেল ৪ টার দিকে শহরের হক চিড়া মিল এলাকা থেকে কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বিজুর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল লিটন, শ্রমিক নেতা মুশফিকুর রহমান ডাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে আগামী ২৪ তারিখে যশোরে ঐতিহাসিক সমাবেশে সবাইকে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণের জন্য আহবান জানান কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু।
ভিডিও…