খুলনায় ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর জিরো পয়েন্টে আয়োজিত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে পতিত সরকারের বড় বড় অপরাধীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও, দেশে থেকে যাওয়া দোসররা বিভিন্নভাবে সংগঠিত হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
নেতারা বলেন, “আওয়ামী সন্ত্রাসীরা খুলনাসহ দেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। প্রশাসন যদি যথাসময়ে কঠোর ব্যবস্থা নিত, তবে এদের রাস্তায় নামার সাহস হতো না।”
বক্তারা সম্প্রতি আলোচিত ‘জুলাই গণহত্যা’র প্রসঙ্গ টেনে বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ায় তারা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। খুলনার জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে তাদের উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে। এই গণহত্যার দায়ে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বিক্ষোভ সমাবেশে মিছিলকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমীর আব্দুল গফুর। বক্তৃতা করেন বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ আবু ইউসুফ, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন গোলদার, বটিয়াঘাটা থানা নায়েবে আমীর মাওলানা আশরাফ আলী, সেক্রেটারি আব্দুল হাই, এডভোকেট মনিরুল ইসলাম, শাফায়াত হোসেন লিখন প্রমুখ।
সবুজদেশ/এসইউ
সবুজদেশ ডেস্ক: 



















