ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেটকার-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

  • Reporter Name
  • Update Time : ০৩:২৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
  • ৩৮৬ Time View

খুলনাঃ

খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা এলাকায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পথচারীও রয়েছেন।

রোববার (১৬ মে) বেলা ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, রূপসা উপজেলার খাজা ডাঙ্গা এলাকা থেকে ইজিবাইক যোগে যশোরের নওয়াপাড়ায় যাচ্ছিলেন ইকবাল (৫০), তার স্ত্রী সাবিনা, আড়াই মাস বয়সী মেয়ে। ইজিবাইকে আরও ছিলেন সুফিয়া (৭০) ও রবিউল (৪৫) নামের দুই যাত্রী। ইজিবাইকটি বেজেরডাঙ্গা এলাকায় পৌঁছালে অপরদিকে একটি ইজিবাইকে ওভারটেক করার সময় খুলনাগামী প্রাইভেট কারের ( খুলনা মেট্রো খ-১২-২২৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক চালক আবু তাহেরসহ (৫০) সবাই এবং পথচারী শিশু আয়শাসহ (৭) আহত হয়।

এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় আবু তাহের ও সুফিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আবু তাহের মারা যান। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Tag :