ঢাকাঃ

করোনা সংক্রমণ ফের বাড়তে থাকায় দেশের সব প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে। 

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির এই সময়ে শিক্ষার্থীরা বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৩ মে খোলা হবে। 

এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আগামী ২৪ মে খোলার ঘোষণা দেওয়া হয়েছে। আর বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলবে ১৭ মে। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে।  ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ রাখার পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ৩০ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু আবার করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here