প্রেমের টানে পালিয়ে আসা রোহিঙ্গা তরুণী কুষ্টিয়ায় আটক
কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় প্রেমের টানে পালিয়ে আসা এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার হরিপুর ইউনিয়ন শালদহ গ্রাম থেকে ওই রোহিঙ্গা তরুনীকে আটক করে। আটক ওই তরুনীর নাম উম্মুল খায়ের (২২)।
সে মায়ানমারের মংডু উপজেলার সিতা পরীক্ষা গ্রামের ফজল হকের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ট্যাংকখালি ১৭ নম্বর ক্যাম্পে বসবাস করতেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, ৭ মাস আগে কুষ্টিয়ার এক যুবকের সঙ্গে রোহিঙ্গা তরুণী উম্মুল খায়েরের মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ কারণে গত শনিবার ওই নারী কক্সবাজার ক্যাম্প থেকে কুষ্টিয়ায় পালিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে অভিযান চালিয়ে ওই তরুণীকে আটক করা হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) গোলাম সবুর জানান, রোহিঙ্গা তরুণী আটকের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। মেয়েটিকে কুতুপালং ক্যাম্পে পাঠানো হবে। এ ছাড়া ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মেজবা উদ্দিন পলাশ কুষ্টিয়া।