ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
বাগেরহাটঃ
খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের পালেরহাট এলাকায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো: আমিরুল ইসলাম (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।
এ সময় অপর ট্রাকে থাকা বাবা ও ছেলে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ জানান, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়।
নিহত ট্রাকচালক মো: আমিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো: রইস উদ্দিনের ছেলে। আহত ট্রাকচালক মো: সিরাজের বাড়ি খুলনার ফুলতলায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেছে।
সবুজদেশ/এস ইউ