ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে খাদে পড়লো বাস, নিহত বেড়ে ৭

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে।

 

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার পর আরো দুই জন মারা যান।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং নিহতের প্রত্যেক পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এছাড়া, এই দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সবুজদেশ/এসইউ

ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশীদের কেন্দ্রে ডাক, যা জানা গেল

ফরিদপুরে খাদে পড়লো বাস, নিহত বেড়ে ৭

Update Time : ০১:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

 

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো অনেকে। যাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে, দ্রুত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। প্রাথমিকভাবে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও হাসপাতালে নেওয়ার পর আরো দুই জন মারা যান।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং নিহতের প্রত্যেক পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৩০ থেকে ৩৫ হাজার টাকা সহায়তা দিয়েছেন। এছাড়া, এই দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি।

সবুজদেশ/এসইউ