ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফাঁসির আসামিদের জামিনের কথা বলে অর্থ আদায়, ভুয়া এসআই আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
  • ১৮১ Time View

চুয়াডাঙ্গাঃ

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেয়ার নাম করে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে সোহেল রানা নামে এক ভুয়া এসআইকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা আদালতের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটকের পর ওই ভুয়া পুলিশের কাছ থেকে বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটককৃত সোহেল রানা (২৮) কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, নিজেকে এসআই রানা দাবি করে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকার ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা মওকুফ করে জামিন দেয়ার নাম করে ১০ হাজার টাকা দাবি করেন অভিযুক্ত সোহেল রানা। এর মধ্যে ৩ হাজার টাকা হাতিয়ে নিয়ে তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের আদালতে আসতে বলেন।

ওই পরিবারের লোকজন আদালত এলাকায় গেলে সোহেল রানার কর্মকাণ্ডে সন্দেহ তৈরি হয়। এ সময় তারা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ সেখানে পৌঁছে সোহেল রানাকে আটক করে।

এ সময় তার কাছে থাকা বাংলাদেশ পুলিশের জাল পরিচয়পত্র, বেশ কয়েকটি ব্যাংকিং ভিসা কার্ড, আদালতের জাল নথি, পুলিশ স্টিকার সম্বলিত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সাজা মওকুফ করার আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছিলেন সোহেল রানা। এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সবুজদেশ নিউজ/এস ইউ

Tag :