ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীন ফাজিল ৩য় বর্ষের (অনিয়মিত) পরীক্ষা ২০১৮-এর ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে পাসের হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। পরীক্ষায় ২১৫৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর মধ্যে ২০৯৪ পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে ফল জানা যাবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ। এ সময় প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ, উপপরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত প্রকাশিত ফলে কোনো প্রকার অসঙ্গতি দেখা গেলে হলে পরবর্তী ৩০ দিনের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে অবহিত করতে হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here