ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ফিটনেস পরীক্ষায় নাসিরের উন্নতি

  • Reporter Name
  • Update Time : ০৭:২৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
  • ৪৫৭ Time View

সবুজদেশ ডেস্ক:

বিবাহসংক্রান্ত জটিলতায় মাঠের বাইরে অস্থির সময় কাটছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ নাসির হোসেনের। তামিমা হক তাম্মির সঙ্গে তার বিয়ে বৈধ নয় বলে জানিয়েছে পুলিশের বিশেষ তদন্তকারী শাখা পিবিআই।

এই ঝামেলার মধ্যেই মাঠ থেকে ভালো খবর পেলেন নাসির। আসন্ন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অংশ নেয়ার জন্য শনিবার ফিটনেস পরীক্ষা (ইয়ো ইয়ো টেস্ট) দিয়েছেন ক্রিকেটাররা। যেখানে ছিলেন নাসিরও।

গত আসরের চেয়ে এবার বেশি নম্বর তুলেছেন নাসির। এনসিএলের গত আসর শুরুর আগে দেয়া ফিটনেস্ট পরীক্ষায় ১৭.১ তুলেছিলেন নাসির। এবার তিনি পেয়েছেন ১৭.৪ নম্বর। যা পেয়ে সন্তুষ্ট এ স্পিনিং অলরাউন্ডার।

তবে নাসিরের এটিই সর্বোচ্চ নম্বর নয়। বাঁহাতি পেসার আবু হায়দার রনি তুলেছেন ১৯.৩ নম্বর। এছাড়া ২০ এর বেশিও তুলেছেন রংপুরের দুই ক্রিকেটার। ফিটনেস টেস্টে পাস কয়েছেন নাইম ইসলাম ও শুভাশিষ রয়ও।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের ২৩তম আসর। ফিটনেস টেস্টে পাস করা ক্রিকেটাররাই পাবেন এনসিএলে খেলার সুযোগ। সিলেট ও কক্সাবাজারে হবে এবারের জাতীয় লিগের সব খেলা।

Tag :