ফিলিস্তিনি যুবককে হত্যার দায়ে অভিযুক্ত ইসরাইলি পুলিশ
সবুজদেশ ডেস্কঃ
জেরুসালেমের বাসিন্দা এক ফিলিস্তিনিকে গত বছর হত্যার দায়ে এক ইসরাইলি পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করা হয়েছে। মঙ্গলবার জেরুসালেমের ডিস্ট্রিক্ট কোর্টে এই অভিযোগ আনে ইসরাইলি পুলিশের তদন্ত বিভাগ (পিআইডি)।
নাম অপ্রকাশিত ২০ বছর বয়সী ওই ইসরাইলি পুলিশ সদস্য গত বছরের ৩০ মে জেরুসালেমের বাসিন্দা ৩১ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন ইয়াদ আল-হিলাককে গুলি করে হত্যা করে।
অভিযুক্তের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাকে ১২ কারাগারে থাকতে হবে।
এর আগে সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনিদের হত্যার দায়ে মাত্র দুই জন ইসরাইলি বসতি স্থাপনকারীকে অভিযুক্ত করা হয়েছে। তবে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করার ঘটনা এটিই প্রথম।
সূত্র : জেরুসালেম পোস্ট