ফুটবলার বান্ধবীর ওপর নজর নেইমারের
সবুজদেশ ডেস্কঃ
ইনজুরির কারণে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে নেইমার। পিএসজির হয়ে বার্সেলোনার মাঠে গিয়ে পর্যন্ত খেলতে পারেননি তিনি। আরও সপ্তাহ দুয়েকের মত সময় লাগবে তার পুরো সুস্থ হতে।
মাঠের বাইরে থাকলে কী হবে, নেইমার তার কর্মকাণ্ডের জন্য সব সময়ই থাকেন খবরের শিরোনামে। এবার তিনি খবরের শিরোনাম হলেন ইতালিয়ান এক মডেলের দিকে নজর দিয়ে। সেই মডেল আবার এএস রোমার ইতালিয়ান ফুটবলার নিকোলো জানিয়োলোর বান্ধবী।
কিয়ারা নাস্তি নামের সেই মডেলের প্রতি নেইমারের আসক্তির খবর মিডিয়ায় এমনভাবে প্রচার হচ্ছে, যাতে তার প্রকৃত অবস্থা (ইনজুরির) ঢাকা পড়ে যাচ্ছে। তিনি কবে মাঠে ফিরবেন, সে দিকে নজর নেই ভক্তদের। তাদের নজর কিয়ারা নাস্তি নেইমারের আগ্রহের কোনো মূল্য দেন কি না সেটা দেখার জন্য।
ইতালিয়ান জনপ্রিয় ম্যাগাজিন ‘চি’ এ নিয়ে একটি সবিস্তারে রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা বলেছে, পিএসজি তারকা নেইমার নাস্তির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে বেশ আগ্রহী। যে কারণে নাস্তির ইনস্টাগ্রাম, টুইটারের সব পোস্টে লাভ রিঅ্যাক্ট দিয়ে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা।
ইনজুরির কারণে ঘরে বসে থাকলে নেইমারের হাত এবং মাথা থেমে নেই। নাস্তির সব পোস্ট ফলো করছেন তিনি এবং সেখানে এক তরফাভাবে লাইক, লাভ রিঅ্যাকশন দিয়ে যাচ্ছেন। এমনকি মাঝে মধ্যে মন্তব্যও করছেন নেইমার।
তবে, এত কিছু করেও কিন্তু কিয়ারা নাস্তির মন জয় করতে পারেননি নেইমার। তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি রিপোর্টে বলা হচ্ছে, ব্যক্তিগতভাবে নাস্তির সঙ্গে কথা বলারও চেষ্টা করেছেন তিনি। কিন্তু সে চেষ্টাও তার ব্যর্থ হয়েছে।
উল্টো জানিয়োলোর প্রেমেই মত্ত কিয়ারা নাস্তি। শুধু তাই নয়, গত ভ্যালেন্টাইন ডে’তে একে অপরকে জড়িয়ে ধরে ছবি তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নাস্তি। যেটা দিয়ে তারা দু’জন জানাতে চেয়েছেন যে, ‘আমাদের সম্পর্ক এতটা ভঙ্গুর নয় যে, যে কেউ চাইলেই ভেঙে দিতে পারে।’ শুধু তাই নয়, দু’জন একই ধরনের ট্যাটু অঙ্কন করে জানিয়ে দিয়েছেন, তাদের গভীর সম্পর্কের কথা।