ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনসিডিল ও মদসহ যুবক গ্রেফতার

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

বাগেরহাট পৌরসভার সিদ্দিক মার্কেটের তৃতীয় তলায় অভিযানে চালিয়ে ফেনসিডিল ও বিদেশি মদসহ বিশ্বজিৎ সেন (৪০) নামে এক যুবক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের এক অভিযানিক দল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম রোডস্থ সিদ্দিক মার্কেটের মালিক হাজী সিদ্দিকের ভবনের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ।

গ্রেফতার বিশ্বজিৎ সেন পৌরসভার কাজী নজরুল ইসলাম রোড এলাকার মৃত তন্ময় কুমার সেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান।

অভিযানে নেতৃত্বে দেওয়া বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই বিপ্লব রায় বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে  এসআই সৈকত মল্লিক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। অভিযানে বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম রোডস্থ সিদ্দিক মার্কেটের মালিক হাজী সিদ্দিকের ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে বিশ্বজিৎ সেনকে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২  বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন ধরে গাঁজা বড় বড় চালান হাত বদল করে আসছিল। অভিযুক্ত বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ফেনসিডিল ও মদসহ যুবক গ্রেফতার

Update Time : ০৮:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

বাগেরহাট পৌরসভার সিদ্দিক মার্কেটের তৃতীয় তলায় অভিযানে চালিয়ে ফেনসিডিল ও বিদেশি মদসহ বিশ্বজিৎ সেন (৪০) নামে এক যুবক গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের এক অভিযানিক দল।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম রোডস্থ সিদ্দিক মার্কেটের মালিক হাজী সিদ্দিকের ভবনের তৃতীয় তলায় অভিযান চালায় পুলিশ।

গ্রেফতার বিশ্বজিৎ সেন পৌরসভার কাজী নজরুল ইসলাম রোড এলাকার মৃত তন্ময় কুমার সেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান।

অভিযানে নেতৃত্বে দেওয়া বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই বিপ্লব রায় বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে  এসআই সৈকত মল্লিক সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করি। অভিযানে বাগেরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজী নজরুল ইসলাম রোডস্থ সিদ্দিক মার্কেটের মালিক হাজী সিদ্দিকের ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে বিশ্বজিৎ সেনকে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২  বোতল বিদেশি মদসহ গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আসামি দীর্ঘদিন ধরে গাঁজা বড় বড় চালান হাত বদল করে আসছিল। অভিযুক্ত বিশ্বজিৎ সেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাগেরহাট সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সবুজদেশ/এসইউ