ঝিনাইদহের কালীগঞ্জে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) উপজেলার বালিয়াডাঙ্গায় অবস্থিত ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এই মহড়া অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো: রবিউল ইসলাম মহড়াটি পরিচালনা করেন। মহড়ায় অংশগ্রহণকারীদের অগ্নিকাণ্ডের সময় করণীয়, নিরাপদ স্থান চিহ্নিতকরণ, আগুন নেভানোর প্রাথমিক কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পিআইএল এর ডিরেক্টর সেলস এন্ড মার্কেটিং কে এম মনোয়ার হোসেন, আইটি অফিসার সাইমুন ইসলাম, অ্যাকাউন্টস অফিসার (সেলস) আমিনুর ইসলাম, ফ্যাক্টরি ইনচাজ জহুরা খাতুন, প্রোডাকশন সুপারভাইজার মেহেদী হাসানসহ পিআইএল এর সকল শ্রমিকবৃন্দ।
মহড়ায় অংশ নিয়ে বক্তারা বলেন, অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এই ধরণের প্রশিক্ষণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভবিষ্যতে আরও উন্নত ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সবুজদেশ/এসইউ