ফেসবুকের আদলে তৈরি হার্টসবুক
ঢাকাঃ
বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের পাশাপাশি যুক্ত হল ‘হার্টসবুক’ (heartsbook) বা এইচবি।
ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে আছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম।
হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে মেসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোস্ট করার অপশন। প্রচুর পরিমাণে স্টিকার ও কয়েন সেন্ড করা যাবে হার্টসবুকে।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে হার্টসবুকের মহরত অনুষ্ঠিত হয়। কেক কেটে মহরত অনুষ্ঠান উদ্বোধন করেন, হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল।