সবুজদেশ ডেক্সঃ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্রলীগ ফ্রান্স শাখা।

ফ্রান্স ছাত্রলীগের সভাপতি তাজেল আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ সারোয়ারের সঞ্চালনায় প্যারিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা এবং আলোচনা সভা করে দিবসটি উদযাপন করেছে ফ্রান্স ছাত্রলীগ নেতৃবৃন্দ।এতে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম, প্রধান বক্তা ছিলেন ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি এম আশরাফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম (রনি), জামিরুল ইসলাম মিঞা, সালেহ আহমেদ চৌধুরী, শামসুল হক হাফিজ, মনসুর আহমেদ, সালমান আকবর, শরীফ হোসেন, হাবীবুর রহমান হাবীব, রকি আহমেদ, শাহ্ আলম মায়া।

এসময় আরও বক্তব্য দেন আসাদ খোকন, সাদিকুল ইসলাম (সানি), রুহুল আমিন, মেহেরুল হাসান (শাওন), দুলাল আহমেদ, তৌহিদুল রহমান, দবীর আহমদ, আম-আমিন আফিফ, আমিনুল ইসলাম, হাবীবুল্লাহ্ রোমান, আলয় চৌধুরী, শিমুল আহমেদ রাজ, শাহিদুল ইসলাম, মুহিবুর রহমান (জনি), অলিউর রহমান, ফয়েজ হানিফ, সেলিম রেজা, আব্দুল আহাদ, হাসান মাহমুদ, জাবের আহমেদ, জামিল আহমেদ, সুমন সরকার, গোলজার আহমেদ, হাসান আহমেদ, নাঈম আহমেদ চৌধুরী, রাফি আহমেদ চৌধুরী, মনজুর আহমেদ, ফয়সল আহমেদ, খালেদ হাসান , জাবের আহমেদ, শিজলু মিয়া, মুনসুর রহমান, লায়েক আহমেদ প্রমুখ।

এতে বাংলাদেশ ছাত্রলীগের সুদীর্ঘ সময়ের আন্দোলন-সংগ্রামের বিভিন্ন ইতিকথা তুলে ধরে বক্তারা বলেন, দেশের সোনালি অর্জন ও সংগ্রামের ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগ প্রশংসনীয় অবদান রেখেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার আদায়ে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here