বগুড়ায় পেট্রোল বোমা হামলার ঘটনায় ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল জানান, বুধবার রাতে শাজাহানপুর থানার এসআই রুম্মন হাসান বাদী হয়ে ১০ জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ ধাওয়া করে জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে। নুর মোহাম্মদসহ অন্যান্য আসামিরা হল- খরনা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম (৫৫) খরনা ইউনিয়ন যুবদলনেতা মো. মুঞ্জু (৩০), আশেকপুর যুবদলনেতা আকরাম (৪৫), জেলা যুবদলের সহ-সম্পাদক সুলতান আহম্মেদ (৪৫), জেলা যুবদল নেতা আজমল হুদা শহীদ (৪৫), উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রিপন (৪০), মাঝিড়া ইউনিয়ন যুবদলকর্মী মো. লোকমান (৪৮), চোপিনগর যুবদল নেতা মজনু মিয়া (২৪) ও শাহীন (২৬)।
উল্লেখ্য, বুধবারে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার রায়ের পর পরই বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকায় যাত্রীবাহী কোচে পেট্রোল বোমা হামলায় ২ নারীযাত্রী আহত হয়।