ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুকে জানতে হলে বেশি বেশি বই পড়তে হবে: শেখ তন্ময়

Reporter Name

বাগেরহাট প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর আসনের এমটি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হলে বেশিবেশি বই পড়তে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, যুদ্ধে তার ভূমিকা, তার রাজনৈতিক দর্শণসহ নানা বিষয়ে এই দেশের লেখকরা অসংখ্য বই রচনা করেছেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামের প্রধান ফটকে জেলা ছাত্রলীগের খোলা বইয়ের স্টলের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তাদের লেখা বই সংগ্রহ করে নতুন প্রজন্মকে তা পড়ার উদ্যোগ নিতে হবে। নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইতিহাস জানতে বই পড়ার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ তার উপর দেশের লেখকরা লেখা বই বাগেরহাট ২৫ শতাংশ মূল্য ছাড়ে বই বিক্রি ব্যবস্থ্য নেয়ায় তিনি জেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এরআগে এমপি তন্ময় বাগেরহাটে মহিলা সমিতি ও ক্যান্সার, কিডনীসহ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিতরন করেন। দুপুুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান, জেলা সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, আওয়ামীলী নেতা মোঃ ফিরোজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনীসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ১১৬ জন রোগিকে ৫৮ লাখ টাকা ও জেলার ৭৫ টি মহিলা সমিতির অনুকুলে চেক ১৩ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

মুজিব শতবর্ষে উপলক্ষে বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডকে নিয়ে ৪র্থ বঙ্গবন্ধু পৌর ওয়ার্ড কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টে উদ্ধোধন করে ৫ নং ওয়ার্ডের অধিনায়ক হিসেবে দলকে জিতিয়ে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়াম মাঠ ছাড়েন। বিকালে তিনি বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত বাগেরহাট- ৪ আসনের প্রয়াত এমপি ডা. মোজাম্মেল হেসেনের স্মরণসভায় দোগ দেন।

Tag :

About Author Information
Update Time : ০৬:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
৬৮৫ Time View

বঙ্গবন্ধুকে জানতে হলে বেশি বেশি বই পড়তে হবে: শেখ তন্ময়

Update Time : ০৬:২৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০

বাগেরহাট প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর আসনের এমটি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হলে বেশিবেশি বই পড়তে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, যুদ্ধে তার ভূমিকা, তার রাজনৈতিক দর্শণসহ নানা বিষয়ে এই দেশের লেখকরা অসংখ্য বই রচনা করেছেন।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামের প্রধান ফটকে জেলা ছাত্রলীগের খোলা বইয়ের স্টলের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তাদের লেখা বই সংগ্রহ করে নতুন প্রজন্মকে তা পড়ার উদ্যোগ নিতে হবে। নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইতিহাস জানতে বই পড়ার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ তার উপর দেশের লেখকরা লেখা বই বাগেরহাট ২৫ শতাংশ মূল্য ছাড়ে বই বিক্রি ব্যবস্থ্য নেয়ায় তিনি জেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এরআগে এমপি তন্ময় বাগেরহাটে মহিলা সমিতি ও ক্যান্সার, কিডনীসহ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ বিতরন করেন। দুপুুরে বাগেরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান, জেলা সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, আওয়ামীলী নেতা মোঃ ফিরোজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন প্রমুখ।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ক্যান্সার, কিডনীসহ দুরারোগ্য রোগে আক্রান্ত ১১৬ জন রোগিকে ৫৮ লাখ টাকা ও জেলার ৭৫ টি মহিলা সমিতির অনুকুলে চেক ১৩ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

মুজিব শতবর্ষে উপলক্ষে বাগেরহাট পৌরসভার ৯টি ওয়ার্ডকে নিয়ে ৪র্থ বঙ্গবন্ধু পৌর ওয়ার্ড কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টূর্নামেন্টে উদ্ধোধন করে ৫ নং ওয়ার্ডের অধিনায়ক হিসেবে দলকে জিতিয়ে শেখ হেলাল উদ্দিন ষ্টেডিয়াম মাঠ ছাড়েন। বিকালে তিনি বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত বাগেরহাট- ৪ আসনের প্রয়াত এমপি ডা. মোজাম্মেল হেসেনের স্মরণসভায় দোগ দেন।