হাবিব ওসমান (বিশষ প্রতিনিধি):  ঝিনাইদহে ”বঙ্গবন্ধুর মাটির মায়া” নামক একটি বই-এর মোড়ক উম্মোচন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় নিজ কার্যালয়ে ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসাদুজামান এই বই-এর মোড়ক উন্মোচন করেন। বঙ্গবন্ধুর নাম করনের উপর কবিতার এই বইটি লিখেছেন- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামের বাক্কা মড়া (৬০) নাম এক ব্যাক্তি। তিনি পেশায় একজন কৃষক দীর্ঘদিন ধরে বইটি লিখেছেন।
এ সময় উপস্থিত ছিলেন এসএ টিভি ও দৈনিক নোয়াপাড়া পত্রিকার ঝিনাইদহের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, আর টিভির জেলা প্রতিনিধি শিপলু জামান, মাই টিভির জেলা প্রতিনিধি আনিচুর রহমান মিঠু মালিথা, দৈনিক যশোর পত্রিকার ষ্টাফ রিপোটার মিশন আলী প্রমূখ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ”বঙ্গবন্ধুর মাটির মায়া” বইটির কয়েকটি কবিতা লেখক বাক্কা মড়ার মুখ থেকে কবিতা পাঠ শোনেন।

 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here