বঙ্গভবনে নির্বাচন কমিশনাররা
সবুজদেশ ডেক্সঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন নির্বাচন কমিশনারেরা। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে চারটার দিকে তাঁরা বঙ্গভবনে পৌঁছান।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবেন অপর চার কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী। নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ বৈঠকে থাকবেন বলে জানা গেছে।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে ইসির আগ্রহে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। তবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রথা অনুযায়ী নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে এবং কবে তফসিল ঘোষণা করা হবে সে ব্যাপারে সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে থাকেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সচিব বলে আসছেন।