সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের বন রক্ষীদের চালানো অভিযানে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাংসের সঙ্গে একটি নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় মায়ের খাল নামক এলাকা থেকে হরিণের মাংস উদ্ধার করা হয়। এ সময় বনবিভাগের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালিয়ে যায়।
কোবাদক ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, আমরা টহল দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একটি নৌকা দেখতে পাই ও তাদের ডাক দেই। তারা আমাদের দেখতে পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে গহীন বনে চলে যায়। পরে নৌকায় গিয়ে দেখি ৫০ কেজি হরিণের মাংস আছে। পরবর্তীতে সেগুলো উদ্ধার করে নৌকাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত হরিণের মাংস আদালতের নির্দেশে মাটিতে পোঁতার মাধ্যমে বিনষ্ট করা হবে। এ বিষয়ে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সবুজদেশ/এসইউ