ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা হত্যার আসামি ‘শিবির ক্যাডার’ নিহত

Reporter Name

নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবির ক্যাডার নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন। তিনি পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে পুলিশের দাবি।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের জনকল্যাণ হাইস্কুল মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নজরুল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে ছাত্রলীগকর্মী রাকিব হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে।

পুলিশ জানায়, রোববার (১ মার্চ) রাতে আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় আহত ছাত্রলীগকর্মী রাকিব চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমানউল্লাপুরে অভিযান চালায়। অভিযানিক একটি দল জনকল্যাণ মাঠ এলাকায় যাওয়া মাত্র শিবির ক্যাডার পিয়াস বাহিনী এবং তার সশস্ত্র ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা ও গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, নিহত শিবির ক্যাডার নজরুল ছাত্রলীগকর্মী রাকিব হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনা থানায় হত্যা, অস্ত্র ও পুলিশের উপরে হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About Author Information
আপডেট সময় : ০১:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
৩০২ Time View

বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা হত্যার আসামি ‘শিবির ক্যাডার’ নিহত

আপডেট সময় : ০১:১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০

নোয়াখালীঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শিবির ক্যাডার নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছেন। তিনি পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলে পুলিশের দাবি।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের জনকল্যাণ হাইস্কুল মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত নজরুল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। তার বিরুদ্ধে ছাত্রলীগকর্মী রাকিব হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করে।

পুলিশ জানায়, রোববার (১ মার্চ) রাতে আমানউল্লাপুর ইউনিয়নে শিবিরের হামলায় আহত ছাত্রলীগকর্মী রাকিব চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২ মার্চ) ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের ধরতে থানা ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে আমানউল্লাপুরে অভিযান চালায়। অভিযানিক একটি দল জনকল্যাণ মাঠ এলাকায় যাওয়া মাত্র শিবির ক্যাডার পিয়াস বাহিনী এবং তার সশস্ত্র ক্যাডাররা পুলিশের উপর অতর্কিতে হামলা ও গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোঁড়ে। এতে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে শিবিরের ক্যাডাররা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, নিহত শিবির ক্যাডার নজরুল ছাত্রলীগকর্মী রাকিব হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে বন্দুকযুদ্ধে পুলিশের ছয় সদস্য আহত হয়েছে বলেও জানান ওসি। এছাড়া বন্দুকযুদ্ধের ঘটনা থানায় হত্যা, অস্ত্র ও পুলিশের উপরে হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।