যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুহ দেওয়ানের মেলায় মেয়ে সেজে অশ্লীল নাচ ও গান পরিবেশনের অভিযোগে চার জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মেহেদী হাসান মারুফ ও উত্তম কুমার মণ্ডল অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।
আটককৃতরা হলেন— ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামের আদিল উদ্দিনের ছেলে মো. শামীম হোসেন (২০), একই গ্রামের আব্দার বিশ্বাসের ছেলে লিমন হোসেন (১৯), আগমুন্দিয়া গ্রামের আরিফের ছেলে রিফাত (১৯), কাশিপুর গ্রামের মোকছেদের ছেলে সম্রাট হোসেন (২১)।
পরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন মোবাইল কোর্ট পরিচালনা করে দু’জনকে পাঁচ দিন এবং দু’জনকে তিন দিন করে কারাদণ্ড দেন।
ওসি আনোয়ার হোসেন জানান, মেলার নিরাপত্তা নিশ্চিত করতে শুরু থেকেই আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ আনন্দ-উৎসবে মেতে উঠলেও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর নজরদারি চালাচ্ছে।
সবুজদেশ/এসএএস
সবুজদেশ ডেস্ক: 


















