ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তের আগে বাড়তে পারে শীত

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৪ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

সবুজদেশ ডেস্কঃ

মাঘ শেষ হয়ে আসছে, দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। এর মধ্যে নতুন করে শীতের খবর দিল আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে দেশে শীত বাড়তে পারে। সেই সঙ্গে কয়েক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় অধিদপ্তর জানিয়েছে, এ সময় রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে এরপরের পাঁচদিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Tag :

বসন্তের আগে বাড়তে পারে শীত

Update Time : ১০:১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

মাঘ শেষ হয়ে আসছে, দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত। এর মধ্যে নতুন করে শীতের খবর দিল আবহাওয়া অধিদপ্তর। সোমবার থেকে দেশে শীত বাড়তে পারে। সেই সঙ্গে কয়েক অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি বইতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। তবে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় অধিদপ্তর জানিয়েছে, এ সময় রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। তবে এরপরের পাঁচদিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।