বহু ট্যাংক, সাঁজোয়া যান নিয়ে অবস্থান করছে ইউক্রেনের বাহিনী
সবুজদেশ ডেস্কঃ
ইউক্রেনের সশস্ত্র বাহিনী খেরসন অঞ্চলের দিকে বহুসংখ্যক ট্যাংক ও সাঁজোয়া মোটরযান জড়ো করেছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের ডেপুটি হেড কিরিল স্ট্রেমাসভ।
রোববার তিনি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতে এসব কথা বলেন। খবর তাস নিউজের।
কিরিল বলেন, সামরিক সরঞ্জাম ইউনিটগুলোকে কেন্দ্রীভূত করা হচ্ছে, আরও বেশিসংখ্যক সাঁজোয়া যান, ট্যাংক আনা হয়েছে।
স্ট্রেমাসভ বলেন, খেরসনের ডিনিপার নদীর বাম তীরে এবং অন্যান্য রাশিয়ান অঞ্চলে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত রয়েছে। শহরের লোকেরা এখনো অবাধে ডান তীর ছেড়ে যেতে পারে।
এর আগে খেরসন অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ভ্লাদিমির সালদো বলেছিলেন, বন্যার হুমকির কারণে ডিনিপার নদীর ডান তীরের বাসিন্দাদের বাম তীরে সরিয়ে নেওয়া হবে। ইউক্রেনের সামরিক বাহিনী কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা করতে পারে তার জন্যও এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।