বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ
সবুজদেশ ডেস্কঃ
কয়েক দিন ধরেই বাংলাদেশের আর্জেন্টিনা- ব্রাজিল উন্মাদনা নিয়ে আলোচনা বিশ্ব মিডিয়ায়। সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছে সামাজিক মাধ্যমে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে আর্জেন্টাইন কোচ লিওন্যাল স্ক্যালোনি বাংলাদেশকে আর্জেন্টিনার সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন।
৪৫ মিনিট সংবাদ সম্মেলনের শেষ মুহূর্ত। আর্জেন্টিনার সাংবাদিক করোল দিয়েগো শেষ প্রশ্ন করলেন। ডি স্পোর্টস রেডিওতে কর্মরত এই সাংবাদিক সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থন এবং বিশেষ করে বাংলাদেশে আর্জেন্টিনার প্রতি ভালোবাসার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন এবং এই সমর্থন আর্জেন্টিনার খেলায় কতটুকু অনুপ্রেরণা যোগায় তা কোচ স্ক্যালোনির কাছে জানতে চান।
স্ক্যালোনি শেষ প্রশ্নের উত্তরটি বেশ সুন্দরভাবেই দিয়েছেন। উত্তর দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের নাম দুই বার উচ্চারণও করেছেন তিনই। সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থনের ব্যাপারে তিনি বলেন, ‘দিয়োগোর ( ম্যারাডোনা) অসংখ্য সমর্থক রয়েছে। এখন মেসিরও আছে। তাদের মাধ্যমে আর্জেন্টিনাকে ভালোবাসে অনেক দেশ, বাংলাদেশ এর মধ্যে অন্যতম।’
এত দুরের দেশের ভালোবাসা পাওয়াটা দারুণ অনুভূতি আর্জেন্টিনা দলের জন্য। এই অনুভূতি আর্জেন্টিনার কোচ ব্যক্ত করলেন এভাবে, ‘এটা আসলেই দারুণ এক অনুভূতি। আমাদের ফুটবল বিশ্বের নানা প্রান্তের মানুষ ভালেবাসে। বাংলাদেশকে ধন্যবাদ।’
বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের পাশাপাশি কাতারের স্টেডিয়ামগুলোও আর্জেন্টাইন সমর্থনে পরিপূর্ণ। এই বিষয়টি দারুণ লাগে আর্জেন্টিনার কোচের কাছে, ‘সমর্থকদের কাছে আমরা কৃতজ্ঞ। বিগত তিন ম্যাচের স্টেডিয়ামেই ৮০-৯০ শতাংশ দর্শক সমর্থন আমরা পেয়েছি। আশা করি আগামীকালের ম্যাচেও তাই হবে।’
বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা আর্জেন্টাইন সাংবাদিক করোল এই প্রতিবেদকের ২ সারি সামনেই ছিলেন। সম্মেলন শেষে করোলের সঙ্গে আলাপচারিতায় জানা গেল আর্জেন্টিনাতেও বাংলাদেশ এখন বেশ আলোচিত নাম।
সবুজদেশ/এসইউ