ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের দুর্দান্ত ইনিংস জয়, সিরিজে ফিরে এলো সমতা

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৬:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে।

 

প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই জয়ে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। সেঞ্চুরি করে দলকে বড় লিড এনে দেওয়ার পর বল হাতেক শিকার করেছেন ৫ উইকেট। এতে তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এক ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা।

জিম্বাবুয়েকে হারাতে আর এক উইকেটে অপেক্ষা
দলীয় ১০০ রানে এনগারাভাকে ফেরান তাইজুল। এটা বাঁহাতি স্পিনারের তৃতীয় শিকার। জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাট করছে। ১১৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। বাংলাদেশের জিততে আর এক উইকেটের অপেক্ষা।

মিরাজের ফাইফার, ৮ উইকেট নেই জিম্বাবুয়ের
জিম্বাবুয়ের ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে মাটি কামড়ে টিকে ছিলেন বেন কারেন (৪৬)। কিন্তু মিরাজের ঘূর্ণিতে তাকেও থামতে হলো। এরই মধ্যে ব্যক্তিগত ৫ উইকেট শিকার করলেন মিরাজ। ৩৯.২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ৯৮। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১১৯ রানে।

মিরাজের চতুর্থ শিকার, ৭ উইকেট নেই জিম্বাবুয়ের
ওয়েলিংটন মাসাকাদজাকে ফিরিয়েছেন মিরাজ। এটি মিরাজের চতুর্থ শিকার। ৩৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ৯৩। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১২৪ রানে। ক্রিজে বেন কারেনের (৪৫) আছেন সঙ্গী এনগারাভা।

মিরাজের তৃতীয় শিকার, ৬ উইকেট নেই জিম্বাবুয়ের
নিজের আগের ওভারে জোড়া শিকারের পর পরের ওভারে আরেকটি উইকেট নিলেন মিরাজ। এবার ফিরিয়েছেন নতুন ব্যাটার টিসিগাকে। তাতে ৩ উইকেটে ৬৯ থেকে ৬ বলের মধ্যে ৭৩/৬ হয়ে গেছে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১৪৪ রানে। ৩১.৪ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৭৩।

মিরাজের জোড়া আঘাত, ৫ উইকেট নেই জিম্বাবুয়ের
৩০তম ওভারে জিম্বাবুয়ের শিবিরে জোড়া আঘাত হানেন মিরাজ। ওভারের প্রথম বলে আরভিনের (২৫) পর শেষ বলে মাধেভেরেকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার এই স্পিনার। তাতে ৩ উইকেটে ৬৯ থেকে ৬ বলের মধ্যে ৬৯/৫ হয়ে গেছে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১৪৮ রানে। ৩০ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৬৯। কারেন ৩১ ও নতুন ব্যাটার টিসিগা।

শান্তর ক্যাচ মিসে নতুন জীবন আরভিনের
মিরাজের বল ঠেকাতে চেয়েছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর দিকে। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আরভিনের রান তখন ১৬। ২৪ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৬৪। কারেন ২৯ ও আরভিন আছেন ২৩ রানে। জিম্বাবুয়ে পিছিয়ে আছে ১৫৩ রানে।

উইলিয়ামসকে ফেরালেন নাঈম
চা বিরতির পর নেমে ২২ রানে তৃতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। নাঈম হাসানের বলে সাদমানের দুর্দান্ত ক্যাচে ফিরেন উইলিয়ামস (৭)। এখনো বাংলাদেশের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ২২। কারেনের নতুন সঙ্গী আরভিন।

তিন বলের ব্যবধানে দুই উইকেট তাইজুলের
লিডের পাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। ৪৪৪ অলআউট হয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নেয়। এরই মধ্যে সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে জিম্বাবুয়ের দুই উইকেট শিকার করেন তাইজুল। প্রথমে বেনেটকে সাদমানের ক্যাচ বানিয়ে ফেরান।

এরপর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন নিক ওয়েলচ। এক বল পরই তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আউট করলেন তাইজুল। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে এই লঙ্কানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ২৩ বলে ২ রানে বেন কারেন ও ৭ বলে ২ রানে আছেন উইলিয়ামস। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

বাংলাদেশের দুর্দান্ত ইনিংস জয়, সিরিজে ফিরে এলো সমতা

Update Time : ০৬:৫১:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

 

প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ। স্বাগতিকদের এই জয়ে বড় অবদান মেহেদী হাসান মিরাজের। সেঞ্চুরি করে দলকে বড় লিড এনে দেওয়ার পর বল হাতেক শিকার করেছেন ৫ উইকেট। এতে তৃতীয় দিনেই চট্টগ্রাম টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এক ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতে দুই টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করল টাইগাররা।

জিম্বাবুয়েকে হারাতে আর এক উইকেটে অপেক্ষা
দলীয় ১০০ রানে এনগারাভাকে ফেরান তাইজুল। এটা বাঁহাতি স্পিনারের তৃতীয় শিকার। জিম্বাবুয়ে ৯ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাট করছে। ১১৭ রানে পিছিয়ে আছে সফরকারীরা। বাংলাদেশের জিততে আর এক উইকেটের অপেক্ষা।

মিরাজের ফাইফার, ৮ উইকেট নেই জিম্বাবুয়ের
জিম্বাবুয়ের ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যে মাটি কামড়ে টিকে ছিলেন বেন কারেন (৪৬)। কিন্তু মিরাজের ঘূর্ণিতে তাকেও থামতে হলো। এরই মধ্যে ব্যক্তিগত ৫ উইকেট শিকার করলেন মিরাজ। ৩৯.২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ৯৮। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১১৯ রানে।

মিরাজের চতুর্থ শিকার, ৭ উইকেট নেই জিম্বাবুয়ের
ওয়েলিংটন মাসাকাদজাকে ফিরিয়েছেন মিরাজ। এটি মিরাজের চতুর্থ শিকার। ৩৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ৯৩। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১২৪ রানে। ক্রিজে বেন কারেনের (৪৫) আছেন সঙ্গী এনগারাভা।

মিরাজের তৃতীয় শিকার, ৬ উইকেট নেই জিম্বাবুয়ের
নিজের আগের ওভারে জোড়া শিকারের পর পরের ওভারে আরেকটি উইকেট নিলেন মিরাজ। এবার ফিরিয়েছেন নতুন ব্যাটার টিসিগাকে। তাতে ৩ উইকেটে ৬৯ থেকে ৬ বলের মধ্যে ৭৩/৬ হয়ে গেছে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১৪৪ রানে। ৩১.৪ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৭৩।

মিরাজের জোড়া আঘাত, ৫ উইকেট নেই জিম্বাবুয়ের
৩০তম ওভারে জিম্বাবুয়ের শিবিরে জোড়া আঘাত হানেন মিরাজ। ওভারের প্রথম বলে আরভিনের (২৫) পর শেষ বলে মাধেভেরেকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন টাইগার এই স্পিনার। তাতে ৩ উইকেটে ৬৯ থেকে ৬ বলের মধ্যে ৬৯/৫ হয়ে গেছে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা পিছিয়ে ১৪৮ রানে। ৩০ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৬৯। কারেন ৩১ ও নতুন ব্যাটার টিসিগা।

শান্তর ক্যাচ মিসে নতুন জীবন আরভিনের
মিরাজের বল ঠেকাতে চেয়েছিলেন ক্রেইগ আরভিন। কিন্তু ব্যাটের কানায় লেগে বল চলে যায় স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর দিকে। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। আরভিনের রান তখন ১৬। ২৪ ওভার শেষে জিম্বাবুয়ের রান ৬৪। কারেন ২৯ ও আরভিন আছেন ২৩ রানে। জিম্বাবুয়ে পিছিয়ে আছে ১৫৩ রানে।

উইলিয়ামসকে ফেরালেন নাঈম
চা বিরতির পর নেমে ২২ রানে তৃতীয় উইকেট হারাল জিম্বাবুয়ে। নাঈম হাসানের বলে সাদমানের দুর্দান্ত ক্যাচে ফিরেন উইলিয়ামস (৭)। এখনো বাংলাদেশের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে জিম্বাবুয়ে। ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের রান ২২। কারেনের নতুন সঙ্গী আরভিন।

তিন বলের ব্যবধানে দুই উইকেট তাইজুলের
লিডের পাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। ৪৪৪ অলআউট হয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানের লিড নেয়। এরই মধ্যে সপ্তম ওভারে তিন বলের ব্যবধানে জিম্বাবুয়ের দুই উইকেট শিকার করেন তাইজুল। প্রথমে বেনেটকে সাদমানের ক্যাচ বানিয়ে ফেরান।

এরপর ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে আসেন নিক ওয়েলচ। এক বল পরই তাকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আউট করলেন তাইজুল। মাঠের আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে এই লঙ্কানের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। ৮ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১০ রান। ২৩ বলে ২ রানে বেন কারেন ও ৭ বলে ২ রানে আছেন উইলিয়ামস। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে থেমেছিল ২২৭ রানে।

সবুজদেশ/এসইউ