বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করে মিশরের নতুন রাষ্ট্রদূত বলেন, সন্ত্রাসবাদ এখন সারা বিশ্বের অভিন্ন সমস্যা।
ওই বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের সামনে আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে বাংলাদেশে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন মিশরের রাষ্ট্রদূত।”
রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত বলেন, এই সঙ্কট বাংলাদেশের জন্য এক বিরাট সমস্যা।
জবাবে প্রধানমন্ত্রী তাকে বলেন, রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে মানবিক কারণে। তবে বাংলাদেশ চায়, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাক।
প্রেস সচিব জানান, মিশরের ব্যবসায়ীরা বাংলাদেশের বিদ্যুত ও জ্বালানি খাতে বিনিয়োগের পাশাপাশি কেবল কারখানা স্থাপনে আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন নতুন রাষ্ট্রদূত।
“প্রধানমন্ত্রী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মিশরের বিনিয়োগকারীদের জায়গা দেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, মিশর ও বাংলাদেশের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ।”
১৯৭৪ সালের নভেম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মিশর সফরের কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বৈঠকে বলেন, জাতির পিতাই মিশরের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন।
অন্যদের মধ্যে মুখ্য সচিব নজিবুর রহমান সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।