বাংলাদেশে আসছেন ফুটবল কিংবদন্তি পেলে
সুবজদেশ ডেস্কঃ
বাংলাদেশে আসছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে। আগামী মাসে হবে স্বাধীন বাংলা ফুটবল টিম অ্যান্ড ফ্রেন্ডস এবং ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস ম্যাচ। প্রীতি ম্যাচটি দেখতে ঢাকায় আসছেন তিনি।
বাংলাদেশে ফুটবলের হারানো গৌরব জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে পেলেকে আনার ব্যবস্থা করছে ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডস এবং চল খেলি ট্রাস্ট।
ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডসের হয়ে খেলছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। তিনি জানান, সারাবিশ্বে ফুটবল নিয়ে উন্মাদনা থাকলেও বাংলাদেশে তুলনামূলক কম। দেশে ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং দর্শকদের ফুটবলমুখী করতেই কাজ করছি আমরা।
তিনি বলেন, এরই অংশ হিসেবে ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলেকে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। ফুটি হ্যাগস টিম অ্যান্ড ফ্রেন্ডসের ক্যাপ্টেন এবং চল খেলি ট্রাস্টের চেয়ারম্যান আশিকুর রহমান এর বন্দোবস্ত করছেন।