বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয় আটক
সবুজদেশ ডেস্কঃ
চট্টগ্রামে জুয়াড়ি সন্দেহে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে শনিবার। বিকালে নগরীর পাহাড়তলী থানাধীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের পাহাড়তলী থানায় সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম।
আটক তিনজন হলেন- সুনীল কুমার (৩৫), সানী ম্যাগু (৩২) ও চেতন শর্মা (৩৪)।
হাসান ইমাম বলেছেন, ‘জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গেট থেকে এই তিন ভারতীয় নাগরিককে আটক করে এনএসআই। পরে তাদেরকে থানা হেফাজতে প্রেরণ করা হয়। তারা ধারণা করছেন, এই তিনজন জুয়াড়ি নেটওয়ার্কের সদস্য।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট নিয়ে জুয়া পরিচালনা করতেই তারা চট্টগ্রামে এসেছেন। আটককৃতদের মোবাইলে এ সংক্রান্ত কিছু ভিডিও পাওয়া গেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি। জুয়াড়ি হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছেন- তারা তিনদিন আগে ব্যবসা করার উদ্দেশে চট্টগ্রাম এসেছেন।