ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ১২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • ১১১ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

সবুজদেশ ডেস্কঃ

নভেম্বরে বাংলাদেশ থেকে সমুদ্রপথে যাত্রা করা প্রায় ১৮০ রোহিঙ্গা শরণার্থী নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। 

রোববার (২৫ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে নিখোঁজ হওয়ার পর ‘সমুদ্রযাত্রার অযোগ্য’ নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করছে সংস্থাটি। 

এক টুইটবার্তায় ইউএনএইচসিআর জানায়, নৌকার যাত্রীদের সাথে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা তাদের সাথে শেষ কথা বলেছেন তাদের ধারণা নৌকার সবাই মারা গেছেন। 

২০১৭ সালে শুরু হওয়া মিয়ানমারের সামরিক জান্তার ক্র্যাকডাউনের পর থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করে আসছেন। 

মালয়েশিয়ার মতো বিভিন্ন দক্ষিণ-পূর্ব এশিয় দেশে কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে অবৈধ ও বিপজ্জনক সমুদ্রযাত্রার দিকে ঠেলে দেন মানব পাচারকারীরা। 

গত সপ্তাহে ভারত উপকূলের কাছে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকায় ২০ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছে মিয়ানমারের রোহিঙ্গা অধিকার বিষয়ক কয়েকটি গোষ্ঠী। শতাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে নৌকাটি মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবস্থান করছিলো বলে ধারণা করা হয়। 

Tag :
জনপ্রিয়

বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

Update Time : ১২:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

সবুজদেশ ডেস্কঃ

নভেম্বরে বাংলাদেশ থেকে সমুদ্রপথে যাত্রা করা প্রায় ১৮০ রোহিঙ্গা শরণার্থী নৌকা ডুবে মৃত্যুবরণ করেছে বলে আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। 

রোববার (২৫ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাগরে নিখোঁজ হওয়ার পর ‘সমুদ্রযাত্রার অযোগ্য’ নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করছে সংস্থাটি। 

এক টুইটবার্তায় ইউএনএইচসিআর জানায়, নৌকার যাত্রীদের সাথে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা তাদের সাথে শেষ কথা বলেছেন তাদের ধারণা নৌকার সবাই মারা গেছেন। 

২০১৭ সালে শুরু হওয়া মিয়ানমারের সামরিক জান্তার ক্র্যাকডাউনের পর থেকে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করে আসছেন। 

মালয়েশিয়ার মতো বিভিন্ন দক্ষিণ-পূর্ব এশিয় দেশে কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকে অবৈধ ও বিপজ্জনক সমুদ্রযাত্রার দিকে ঠেলে দেন মানব পাচারকারীরা। 

গত সপ্তাহে ভারত উপকূলের কাছে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকায় ২০ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু হয় বলে জানিয়েছে মিয়ানমারের রোহিঙ্গা অধিকার বিষয়ক কয়েকটি গোষ্ঠী। শতাধিক রোহিঙ্গা শরণার্থী নিয়ে নৌকাটি মালয়েশিয়ার সমুদ্রসীমায় অবস্থান করছিলো বলে ধারণা করা হয়।