ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে আ.লীগের ৯ নেতা-কর্মী জেলে

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে।

ছবি সংগৃহীত-

 

বাগেরহাটের শরণখোলায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেনে মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯ নেতা-কর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের দায়ের করা মামলায় বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হলে বিচারক মো. ওসমান গনি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অপর নেতা-কর্মীরা হলেন – আওয়ামী লীগ নেতা জালাল আহম্মেদ রুমি, গিয়াস উদ্দিন মুন্সি, শ্রমিক লীগ নেতা হেলাল তালুকদার, যুবলীগ নেতা শরীফ খায়রুল ইসলাম, শামিম তালুকদার, ছাত্রলীগ নেতা আজমল হোসেন ও সোহেল।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর দিবাগত রাতে বাদী ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে বাড়ি ফেরার পথে রায়েন্দা বাজারের ফলপট্টি সংলগ্ন রাস্তায় হামলার শিকার হন। এ সময় আসামিরা মারপিট করে বাদীর হাত-পা ভেঙে দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতের নির্দেশে শরণখোলা থানায় মামলা দায়ের হয়।

উল্লেখ্য, পৃথক তিনটি ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬১ জনের নামে তিনটি মামলা দায়ের হয়েছে।

সবুজদেশ/এসইউ

Tag :
জনপ্রিয়

ডিসি এসপি ইউএনওদের পদায়ন নিয়ে যা বললেন প্রেস সচিব

বাগেরহাটে আ.লীগের ৯ নেতা-কর্মী জেলে

Update Time : ০৯:৩৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

 

বাগেরহাটের শরণখোলায় দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেনে মুক্তা ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯ নেতা-কর্মীকে জেলে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার সাউথখালী ইউনিয়ন জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের দায়ের করা মামলায় বাগেরহাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হলে বিচারক মো. ওসমান গনি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জামিন নামঞ্জুর হওয়া অপর নেতা-কর্মীরা হলেন – আওয়ামী লীগ নেতা জালাল আহম্মেদ রুমি, গিয়াস উদ্দিন মুন্সি, শ্রমিক লীগ নেতা হেলাল তালুকদার, যুবলীগ নেতা শরীফ খায়রুল ইসলাম, শামিম তালুকদার, ছাত্রলীগ নেতা আজমল হোসেন ও সোহেল।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর দিবাগত রাতে বাদী ঢাকায় অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে বাড়ি ফেরার পথে রায়েন্দা বাজারের ফলপট্টি সংলগ্ন রাস্তায় হামলার শিকার হন। এ সময় আসামিরা মারপিট করে বাদীর হাত-পা ভেঙে দেয়। এ ঘটনায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) আদালতের নির্দেশে শরণখোলা থানায় মামলা দায়ের হয়।

উল্লেখ্য, পৃথক তিনটি ঘটনায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬১ জনের নামে তিনটি মামলা দায়ের হয়েছে।

সবুজদেশ/এসইউ